About Us

হরেকৃষ্ণ,,
আন্তর্জাতিক  কৃষ্ণভাবনামৃত সংঘ(ইস্কন) স্বামীবাগ আশ্রম ঢাকা, তীর্থ দর্শন বিভাগ- এর পক্ষ থেকে সবাই কে জানাই কৃষ্ণ প্্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন । সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভক্তি পথের এক মহান আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন গৌর আমার যে সব স্থানে করিল ভ্রমণ রঙ্গে। সে সব স্থান হেরিব আমি  প্রণয়ি ভক্ত সঙ্গে। আবার শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে সৎসঙ্গ,কৃষ্ণসেবা, ভাগবত শ্রবণ,নাম সংকীর্তন, ব্রজেবাস-এই পঞ্চ সাধন প্রধান। এই পঞ্চ মধ্যে এক স্বল্প যদি হয়, সুবুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেমোদয়\
সুধী ভক্তবৃন্দ এর মাধ্যমে আমরা বুঝতে পারি মানব জীবনে তীর্থ দর্শনের গুরুত্ব কি।
প্রশিক্ষন প্রাপ্ত, অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ভক্তগণ  যতœ ও আন্তরিকতার সাথে সুদীর্ঘ ২৫ বছর ধরে ভক্তদেরকে তীর্থ দর্শন সেবাটি প্রদান করে আসছি।
তীর্থ দর্শন বিভাগ একটি বিশ^ব্যাপী বিশ^স্ত এবং নির্ভরযোগ্য ইস্কন স্বামীবাগের একটি বিভাগ যেটি বাংলাদেশ,ভারত,নেপাল ও শ্রীলংকা সহ বিশে^র অন্যান্য দেশের তীর্থস্থান ভ্রমণ করতে ভক্তদেরকে সহযোগীতা করে থাকে। ১৯৯৯ সাল থেকে বাংলাাদেশের বিভিন্ন জেলা,শহর এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভক্তদেরকে আমরা তীর্থ দর্শন সেবাটি প্রদান করছি। 
আমরা জানি সনাতন ধর্মের ভক্তদের কোন ধরণের প্যাকেজ প্রয়োজন । আমাদের প্রতিটি প্যাকেজ আপনাদের তীর্থ দর্শনে সহায়ক হবে বলে মনে করি। আপনাদের সুস¦াস্থ এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে আমরা বিলাসবহুল গাড়ি, থাকার সু-ব্যবস্থা এবং সুস্বাদু কৃষ্ণপ্রসাদের ব্যবস্থা করে থাকি।
এছাড়া আমাদের অভিজ্ঞ প্রবীনভক্তগণ হরিনাম সহযোগে অত্যন্ত যতœ ও আন্তরিকতার সাথে তীর্থস্থান সমূহ দর্শন এবং তীর্থ স্থানের মহিমা শ্রবণ করিয়ে আপনাদের তীর্থ দর্শনকে ফলপ্রসু করে তুলবেন বলে আশা রাখি।অতএব আপনারা নিশ্চিন্তে এবং নির্বিঘেœ আমাদের সাথে তীর্থ দর্শন করুন। হরেকৃষ্ণ