চার ধাম যাত্রা

 

চারধাম শুভ যাত্রা : ২৮ মে ২০২৪

১৫ দিন ব্যাপি ট্রেন ও বাসযোগে দর্শন,

দর্শনীয় স্থান সমূহঃ

০১। হরিদ্বার

श्री केदारनाथ मन्दिर

০৭। অলকানন্দা নদী

০২। হৃষিকেশ

০৮। সরস্বতী নদী

০৩ ৷ গঙ্গোত্রী

০৯। ব্যাস গুহা

০৪। যমুনোত্রী

১০ ৷ গণেশ গুহা

০৫। কেদারনাথ

১১ ৷ ভিম পুল

০৬ । বদ্রিনাথ

১২। আরো অন্যান্য

 

নিয়মাবলী

* প্রত্যেক যাত্রীকে পাসপোর্টধারী হইতে হইবে। * তীর্থ যাত্রীকে ২৮ মে ২০২৪ সন্ধ্যা ৬ টায় মন্দিরে উপস্থিত হইতে হইবে।

* বুকিং এর জন্য প্রতিজন যাত্রীকে অগ্রিম ৫০০১/= প্রদান করিতে হইবে।

* যাত্রীর সাথে কোন ছোট ছেলে/মেয়ে থাকিলে তার জন্য ভ্রমণের সম্পূর্ণ টাকা পরিশোধ করিতে হইবে।

* পকেট খরচসহ অন্যান্য যাবতীয় খরচ যেমন- শ্রাদ্ধ, পূজা, দান-প্রণামী, পানিয়জল (রাস্থায়) ইত্যাদি যাত্রীগণ নিজেই বহন করিবেন।

* আগে বুকিং করলে আগে সিট দেয়া হবে ।

* দেশকাল বিবেচনায় পরিচালক মণ্ডলী প্রোগ্রাম পরিবর্তন করিতে পারেন ।

* পরিচালক মণ্ডলীর অনুমতি ব্যতিরেকে ভ্রমণকালে কেউ কোথাও যাইতে পারিবেন না, গেলে নিজ দায়িত্বে যাইবেন।

* ভ্রমণের কমপক্ষে ১৫ দিন পূর্বে প্রত্যেক যাত্রীকে ভিসা পাসপোর্ট ও সদ্য তোলা ১ কপি রঙ্গিণ ছবি ও ট্যুরের সম্পূর্ণ প্রণামী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হইবে। * সময়োপযোগি সাপেক্ষে যাত্রীদের বিছানা, মশারী, থালা, প্রয়োজনীয় ঔষধ, টর্চ লাইট, তালা সঙ্গে নিবেন ।

* যাত্রীগণ সর্বতোভাবে সাহায্য করিয়া ভ্ৰমণকে সুন্দর ও সার্থক করিয়া তুলিবেন এই অনুরোধ রইল ।

* যাত্রীগণ ফরম পূরণের সময় কমপক্ষে-একটি whatsapp ওয়ার্টসপ নাম্বার ব্যবহার করিবেন।

*  হেলিকাপ্টার,গোড়া বা পালকির খরচ যোত্রিদের নিজেদের বহন করিতে হবে।

বিঃ দ্রঃ সঙ্গে কোন ট্রলিব্যাগ নেওয়া যাবে না ।

চার ধাম যাত্রা 

চার ধাম যাত্রা 

Do you have any questions? Fill up this form.

চার ধাম যাত্রা

Starts from BDT. 60000 /Per Person

Valid Till: 13 Jun 2024

India
Tour
Contact Us
  • 01779617790
  • www.tirthadarshanbd.com
  • 79 Swamibag Road , Iskcon Swamibag Asram Dhaka 1204

Visa Services

India
India

VISA

চার ধাম যাত্রা