কাস্মীর সহ উত্তর ভারত ৩৫ দিন ব্যাপী

কাস্মীর সহ উত্তর ভারত ৩৫ দিন ব্যাপী 


 জ্ঞাতব্য ঃ যাতায়াত, বাসভাড়া, ট্রাভেল ট্যাক্স,,দুইবেলা প্রসাদ, টিফিন, প্রাথমিক চিকিৎসা সহ যাত্রী প্রতি প্রণামী ৪৫,০০১/= (পঁয়তাল্লিশ হাজার এক টাকা) ধার্য করা হইয়াছে।

নিয়মাবলী

* প্রত্যেক যাত্রীকে পাসপোর্টধারী হইতে হইবে। * তীর্থ যাত্রীকে যাত্রার দিন  সন্ধ্যা

৬টায় মন্দিরে উপস্থিত থাকিতে হইবে। * বুকিং এর জন্য প্রতিজন যাত্রীকে অগ্রিম

৫০০১/= প্রদান করিতে হইবে।

* যাত্রীর সাথে কোন ছোট ছেলে/মেয়ে থাকিলে তার জন্য ভ্রমণের 75% টাকা পরিশোধ করিতে হইবে।

* পকেট খরচসহ অন্যান্য যাবতীয় খরচ যেমন - শ্রাদ্ধ, পূজা, দান-প্রণামী, ,পানিখুচরা ভাড়ায, জল (On The Road) ইত্যাদি যাত্রীগণ নিজেই বহন করিবেন।

* সিট বরাদ্দ কর্তৃপক্ষের বিবেচনায় থাকিবে ।

* দেশকাল বিবেচনায় পরিচালক মণ্ডলী প্রোগ্রাম

পরিবর্তন করিতে পারেন।

* পরিচালক মণ্ডলীর অনুমতি ব্যতিরেকে ভ্রমণকালে কেউ কোথাও যাইতে পারিবেন না, গেলে নিজ দায়িত্বে যাইবেন ।

* ভ্রমণের কমপক্ষে ১৫ দিন পূর্বে প্রত্যেক যাত্রীকে ভিসা পাসপোর্ট ও সদ্য তোলা ১ কপি রঙ্গিণ ছবি ও ট্যুরের সম্পূর্ণ প্রণামী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হইবে ।

* সময়োপযোগি সাপেক্ষে যাত্রীদের বিছানা, মশারী, থালা, গ্লাস, প্রয়োজনীয় ঔষধ, লাইট, তালা সঙ্গে নিবেন ।

* যাত্রীগণ সর্বতোভাবে সাহায্য করিয়া ভ্রমণকে সুন্দর ও সার্থক করিয়া তুলিবেন এই অনুরোধ রইল।

* যাত্রীগণ ফরম পূরণের সময় কমপক্ষে-একটি whatsapp নাম্বার ব্যবহার করিবেন।

জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ । শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দা

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥

বিঃ দ্রঃ সঙ্গে কোন ট্রলিব্যাগ নেওয়া যাবে না ।

কাস্মীর সহ উত্তর ভারত ৩৫ দিন ব্যাপী 

তীর্থ ও দর্শনীয় স্থানসমূহ

১। বেনাপোল (বাংলাদেশ) ঃ শ্রী হরিদাস ঠাকুরের পাটবাড়ী বা ইস্কন হরিদাসপুর মন্দির (ভারত) )

২। মায়াপুর ঃ মায়াপুর ইস্কন মন্দির, শ্রীচৈতন্য মঠ, শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান (যোগপীঠ) ও শ্রীবাস অঙ্গনসহ অন্যান্য মন্দির । সোনার গৌরাঙ্গ, পোড়ামাতলা ও সমাজবাড়ী শ্রীবিষ্ণু পাদপদ্ম দর্শন ও পিন্ডদান, ফল্গুনদী অক্ষয়বট দর্শন

৩। নবদ্বীপ ঃসোনার গৌরাঙ্গ, পোড়ামাতলা ও সমাজবাড়ী

 ৪। গয়াধাম : শ্রীবিষ্ণু পাদপদ্ম দর্শন ও পিন্ডদান, ফল্গুনদী অক্ষয়বট দর্শন

৫। বুদ্ধ গয়া ঃ বৌদ্ধ মন্দির, বোধিবৃক্ষ, জগন্নাথ মন্দির দর্শন।

৬। প্রয়াগ (এলাহাবাদ) : গঙ্গা-যমুনা-সরস্বতী (ত্রিবেণী) সঙ্গম স্থলে স্নান ও পূজা, রাজা অশোকের দুর্গ, হনুমানের পাতাল প্রবেশ স্থান ।

৭। কানপুর (বিঠুর) : ইস্কন মন্দির, উত্তানপাদ নগরী, ধ্রুব জন্মভূমি ও সুদর্শন মন্দির ইত্যাদি

৮। মহর্ষি বাল্মিকী আশ্রম (কানপুর) : ওঁম গার্ডেন, দ্বীপ স্তম্ভ রাম জানকী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, মহাকবি বাল্মিকী মন্দির, রামায়ণ শ্লোক মন্দির, শ্রীলব-কুশ জন্মভূমি মন্দির, অশ্বমেধ যজ্ঞের অশ্বস্থল, হনুমান বন্দি স্থল, সীতা কুন্ড, শিব মন্দির, ব্রহ্মাঘাট ও গঙ্গা দর্শন ইত্যাদি।

৯ । মথুরা :কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির বিড়লা মন্দির দর্শন।

১০। শ্রীবৃন্দাবন ঃ শ্রীগোবিন্দ, শ্রীমদনমোহন, শ্রীরাধারমণ, শ্রীশ্যামসুন্দর, শ্রীদামোদর, শ্রীবন্ধুবিহারী, লালাবাবু ও জগৎ শেঠের মন্দির, নিধুবন, নিকুঞ্জবন, বংশীবট, পঞ্চক্রোশ শ্রীবৃন্দাবন পরিক্রমা, শ্রীকৃষ্ণ-বলরাম বৃক্ষ, কালীয় দমন, কেশী ঘাটে স্নান, বস্ত্রহরণ (কেলীকদম্ব), ইমলিতলা (মহাপ্রভুর বৈঠক), মহাপ্রভুর বিশ্রাম স্থান, প্রেম মন্দির, ইস্কন শ্রীকৃষ্ণ বলরাম মন্দির দর্শন

১১। রাধাকুণ্ড-শ্যামকুণ্ড ঃ রাধাকুণ্ড- শ্যামকুণ্ডে স্নান ও পূজা, শ্রীরঘুনাথ দাস গোস্বামীর সমাধি, গোপীনাথ জিউর মন্দির, জাহ্নবা ঘাট, শ্রীশ্রী জগন্নাথ মন্দির, শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি ও ভজন কুটির, পঞ্চপান্ডব বৃক্ষ, ললিতা কুণ্ড, তমালতলা ।

১২। প্রেম মন্দির ঃ প্রস্তর নির্মিত অপূর্ব সৌন্দর্য মন্দির দর্শন

১৩। গিরি গোবর্ধন ঃ সপ্তক্রোশ গোবর্ধন পরিক্রমা, কুসুম সরোবর, মানস গঙ্গা, চাকলেশ্বর শিব, দানঘাট, গোবিন্দ কুণ্ড, গিরিরাজ গোবর্ধন মুখারবিন্দের পূজা, উদ্ধবকুণ্ড দর্শন ইত্যাদি।

১৪ । নন্দগ্রাম ঃ নন্দীশ্বর পর্বতের উপরিভাগে নন্দ মহারাজের মন্দির পাবন সরোবর তীরে শ্রীল সনাতন গোস্বামীর ভজন কুটির দর্শন ।

১৫। বর্ষাণা ঃ বর্ষাণ পর্বতের উপরিভাগে শ্রীবৃষভানু রাজার মন্দির, মান সরোবর ও মন্দির, ময়ূরকুঞ্জ দর্শন। ১৬। গোকুল : ৮৪ স্তম্ভ বিশিষ্ট শ্রীকৃষ্ণের বাল্যলীলা মন্দির, যমলার্জুন ভঞ্জন স্থান, ব্রহ্মান্ড ঘাট (কৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ), রমণ রেতি দর্শন।

১৭। কুরুক্ষেত্র ঃ সূর্যকুণ্ড ও ব্রহ্মকুণ্ডে স্নান, জোতিসর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে গীতার জ্ঞান দান স্থান, প্রস্তর নির্মিত সুবিশাল রথে কৃষ্ণ ও অর্জুন, ভীষ্মের শরশয্যা, বাণগঙ্গা দর্শন ।

১৮। হরিদ্বার ঃ গঙ্গা আরতি ও স্নান, পাবন ধাম, শিবানন্দ আশ্রম, আচার্য বেলা (ইন্ডিয়া টেম্পল), চিত্রকুট আশ্রম, ভূমা নিকেতন, মাতা বৈষ্ণবী মন্দির, ভারত মাতা মন্দির ইত্যাদি ।

১৯ । কঙ্খল : প্রজাপতি দক্ষ মন্দির, দক্ষ যজ্ঞস্থল, হরিহর মন্দির, গীতা মন্দির, জগৎগুরু আশ্রম, মানব কল্যাণ আশ্রম, মা আনন্দময়ী আশ্রম দর্শন ।

২০। হৃষিকেশ ঃ রাম ঝোলা, লক্ষ্মণ ঝোলা দর্শন ।

গোড়ায় বৈষ্ণবদের প্রাণ স্বরূপ ৩ শ্রীবিগ্রহ দর্শন (পূণ কৃষ্ণ দশন ২১। করোলী (রাজস্থান) : শ্রীশ্রী রাধা মদনমোহন ও রাজবাড়ী দর্শন ।

২২। জয়পুর (রাজস্থান) ঃ শ্রীশ্রী রাধাগোবিন্দ দেবজী মন্দির, শ্রীশ্রী রাধাগোপিনাথ মন্দির, শ্রীশ্রী রাধাদামোদর মন্দির ও জয়পুরের সৌন্দর্য দর্শন।

২৩। অমৃতসর (পাঞ্জাব) : পাঞ্জাবের বিখ্যাত স্বর্ণ মন্দির দর্শন ২৪ । কাশ্মীর : প্রকৃতির ভূ-স্বর্গ নামে খ্যাত কাশ্মীরের গুলমার্গ, পেহেলগাঁও, আপেল বাগান, নিসাত গার্ডেন, শঙ্করাচার্য মন্দির শালিমার গার্ডেন, বৈষ্ণবী দেবী মন্দির ইত্যাদি দর্শন । ২৫। নৈমিষারণ্য : ললিতাদেবী মন্দির, সুতগদী, চক্রকুণ্ড, ব্যাসগদী, হনুমানের পাতাল বিজয় দর্শন । ২৬। অযোধ্যা ঃ হনুমানগদী, শ্রীরামচন্দ্রের জন্মভূমি, রাজা দশরথের রাজবাড়ী, কনক ভবন, বাল্মিকী রামায়ণ মন্দির, রামবল্লভা মন্দির, জানকীবল্লভ মন্দির ইত্যাদি। ২৭। কাশীধাম ঃ শ্রীদশাশ্বমেধ ঘাট, মনিকর্ণিকা ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, শ্রীবিশ্বনাথ মন্দির, মাতা অন্নপূর্ণা দেবী মন্দির দর্শন ।

২৮। পুরীধাম : গম্ভীরা মঠ (মহাপ্রভুর শেষ ১৮ বৎসর লীলা বিলাস স্থান), সিদ্ধ বকুলতলা, শ্বেতগঙ্গা, সার্বভৌম ভট্টাচার্যের বাড়ী, হরিদাস ঠাকুরের সমাধি, টোটাগোপীনাথ, শ্রীশ্রী জগন্নাথ মন্দির, সাক্ষীগোপাল, গুন্ডিচা মন্দির (মাসীরবাড়ী), ইন্দ্রদ্যুম্ন সরোবর, আঠারনালা, চন্দন সরোবর, সমুদ্রে স্নান।

২৯। ভুবনেশ্বরঃ ইস্কন মন্দির, লিঙ্গরাজ মন্দির, অনন্ত বাসুদেব মন্দির, বিন্দু সরোবর। ক্ষীরচোরা গোপীনাথ, মাধবেন্দ্রপুরী পাদের সমাধি, বাণগঙ্গা দর্শন ।

৩০। রেমুনাঃ

৩১। সাক্ষীগোপাল দর্শন।

৩২। কলকাতা :

দৃষ্টি রাখুন PRABHUPADA TOURS & TRAVELS আপনার আসনটি আজই সংরক্ষণ করুন : বিস্তারিত জানতে- ০১৭৭৯-৬১৭৭৯০

হরে কৃষ্ণ

জ্ঞাতব্য ঃ যাতায়াত, বাসভাড়া, ট্রাভেল ট্যাক্স, দুইবেলা প্রসাদ, টিফিন,প্রাথমিক চিকিৎসা সহ যাত্রী প্রতি প্রণামী ৪৫,০০১/= (পঁয়তাল্লিশ হাজার এক টাকা) ধার্য করা হইয়াছে।

কাস্মীর সহ উত্তর ভারত ৩৫ দিন ব্যাপী 

কাস্মীর সহ উত্তর ভারত ৩৫ দিন ব্যাপী 

Do you have any questions? Fill up this form.

কাস্মীর সহ উত্তর ভারত ৩৫ দিন ব্যাপী

Starts from BDT. 48000 /Per Person

Valid Till: 01 Dec 2024

India
Tour
Contact Us
  • 01779617790
  • www.tirthadarshanbd.com
  • 79 Swamibag Road , Iskcon Swamibag Asram Dhaka 1204

Visa Services

India
India

VISA

কাস্মীর সহ উত্তর ভারত ৩৫ দিন ব্যাপী